Site icon Jamuna Television

রোহিঙ্গাদের জন্য ৪৮০ মিলিয়ন ডলার দিচ্ছে বিশ্ব ব্যাংক

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের জন্য ৪৮০ মিলিয়ন ডলারের বেশি তহবিল দিতে যাচ্ছে বিশ্ব ব্যাংক। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গারা নিরাপদে ও স্বেচ্ছায় নিজ দেশে প্রত্যাবসন না করা পর্যন্ত সহযোগিতা অব্যাহত থাকবে।

বলা হয়, প্রথম দফায় বিদ্যমান স্বাস্থ্য বিষয়ক প্রকল্পের সাথে যুক্ত হবে ৫০ মিলিয়ন ডলারের সহায়তা। কানাডা ও বিশ্ব ব্যাংক যৌথভাবে রোহিঙ্গাদের স্বাস্থ্য সুরক্ষার ব্যয় বহন করবে। এর আওতায়, গর্ভবতী মা, নবজাতক, ছোট শিশুরা চিকিৎসা সেবা পাবে।

এছাড়া, পুষ্টি, জন্মদান সেবা এবং পরিবার পরিকল্পনার ব্যাপারেও সহায়তা করা হবে এই তহবিল থেকে।

এদিকে, আইডিএ এবং বিশ্ব ব্যাংকের যৌথ সহায়তায় রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশ সরকারকে দেয়া হবে তহবিলের বাকি অর্থ।

গেলো বছর আগস্ট থেকে, রাখাইনে সেনা নিপীড়নের শিকার হচ্ছে সংখ্যালঘু মুসলিমরা। প্রাণে বাঁচতে, বাংলাদেশে আশ্রয় নেয় ১১ লাখের মতো রোহিঙ্গা।

Exit mobile version