Site icon Jamuna Television

খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিক নেতার মৃত্যু

চট্টগ্রামের খাতুনগঞ্জে ছুরিকাঘাতে আহত শ্রমিক নেতা বুধবার (১৯ অক্টোবর) সকালে মারা গেছেন। এরই জেরে উত্তাল দেশের সবচেয়ে বড় ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জ।

এ ঘটনায় বন্ধ রয়েছে ট্রাক ও আড়ত থেকে পণ্য উঠা-নামা। সড়কে ঠেলাগাড়ি উল্টে রেখে বিক্ষোভ করছেন শ্রমিকরা। তাদের দাবি- হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায় বিক্ষোভ চালিয়ে যাবেন তারা। খাতুনগঞ্জ অচলের হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। দাবির সাথে সহমত পোষণ করেছেন অনেক ব্যবসায়ী।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখনো অভিযুক্ত কাউকে গ্রেফতার করা যায়নি। দোষীকে দ্রুত গ্রেফতার করতে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইউএইচ/

Exit mobile version