Site icon Jamuna Television

পোরশায় স্বামী-স্ত্রীকে গাছে বেঁধে নির্যাতন

নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের মোল্লা পাড়ায় অনৈতিক কাজের অভিযোগ এনে বাবু ও সুলতানা নামে দুই স্বামী-স্ত্রীকে মধ্যযুগীয় কায়দায় পিটানো হয়েছে। যার ভিডিও ছড়িয়ে পড়েছে।

পোরশা থানার ওসি রফিকুল ইসলাম জানান, বাবুর সহযোগিতায় স্ত্রী সুলতানা বেশ কিছুদিন ধরে এলাকায় অনৈতিক কাজ করে আসছিল বলে স্থানীয়দের অভিযোগ। এর জের ধরে মহির উদ্দিন ও নাসরিন বেগমসহ গ্রামের ৫-৭ জন নারী-পুরুষ গাছে বেঁধে দুই স্বামীকে মারধর করে।

ওসি জানান, ঘটনার পর বৃহস্পতিবার দুপুরের দিকে পোরশা থানায় বাবু বাদি হয়ে ৩১ জনকে আসামি করে নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।
এখন পর্যন্ত মহির উদ্দিন ও নাসরিন বেগম নামে দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
Exit mobile version