Site icon Jamuna Television

বৃৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার প্রস্তুতি ম্যাচ

ছবি: সংগৃহীত

বৃৃষ্টিতে ভেসে গেছে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচ। আইসিসির ওয়েবসাইটে বলা হয়েছে, একটি বলও মাঠে গড়ানোর আগেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।

ব্রিসবেনে দুপুর ২টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টস পর্যন্ত গড়ায়নি মাঠে। এর আগে, একই গ্রাউন্ডে বৃষ্টির কারণে পরিত্যক্ত হয় পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচটি।

লম্বা সময় ধরে টাইগার ক্রিকেটে নেই স্বস্তির খবর। দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালালেও তেমন ফল পাচ্ছে না ম্যানেজমেন্ট। অস্ট্রেলিয়ায় আসার আগে নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজে ফ্লপ ছিল টাইগাররা। আর, প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের কাছে ৬২ রানের অসহায় আত্মসমর্পণ শঙ্কার মেঘকে করেছে ঘনীভূত।

আরও পড়ুন: ক্যাম্ফারের তাণ্ডবে আইরিশদের জয়, উন্মুক্ত গ্রুপ বি’র লড়াই

/এম ই

Exit mobile version