Site icon Jamuna Television

সাজেকে পর্যটকবাহী গাড়ি উল্টে ১ জন নিহত, আহত ৬

রাঙামাটির সাজেক থেকে ফেরার পথে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে একজন নিহত হয়েছেন। আর, আহত হয়েছে অন্তত ৬ জন।

বুধবার (১৯ অক্টোবর) সকালে হাউজপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সাজেক ইউপি চেয়ারম্যান জানান, চালক নিয়ন্ত্রণ হারালে হঠাৎ পাহাড়ি খাদে পড়ে যায় গাড়িটি। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ উদ্ধার তৎপরতা চালায়। ঘটনাস্থলেই মারা যান সাগর আহমেদ (৩২) নামে এক পর্যটক।

আহতদের দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রথমে ভর্তি করা হয়। পরে তাদের স্থানান্তর করা হয় খাগড়াছড়ি সদর হাসপাতালে। আহতরা হলেন- মনিয়া মুন, বর্না আক্তার, নুর নাহার, লিটু ও দিদার হোসেন। সবাই ঢাকা থেকে সাজেকে বেড়াতে গিয়েছিলেন।

/এম ই

Exit mobile version