Site icon Jamuna Television

বিভিন্ন কারণে অস্থির পুঁজিবাজার, কমেছে সূচক ও লেনদেন

অর্থনৈতিক পরিস্থিতি আর চেক ইস্যুতে অস্থির পুঁজিবাজার। কমেছে সূচক ও লেনদেনের পরিমাণ। পুঁজিবাজারকে পরিকল্পিতভাবে অস্থির করা হচ্ছে বলে অভিযোগ করছেন বিনিয়োগকারীরা। এছাড়া চেক নগদায়ন নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রজ্ঞাপনের সমালোচনাও করেন তারা। আর বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি স্পর্শকাতর।

বেশকিছু দিন ধরেই অস্থির পুঁজিবাজার। চলতি সপ্তাহের প্রথমদিন রোববার কিছুটা ঘুরে দাড়ালেও পরেরদিন আবারও বড় ধরনের দরপতনের ঘটনা ঘটে দুই স্টক এক্সচেঞ্জে। গত দুইদিনে ডিএসইর সূচক কমেছে প্রায় একশ পয়েন্ট। কমেছে লেনদেনের পরিমাণও। দর হারিয়েছে বেশিরভাগ কোম্পানি। সাধারণ বিনিয়োগকারীর নীতিনির্ধাকদের খামখেয়ালিতে অস্থিরতা তৈরি দেখা দিয়েছে পুঁজিবাজারে। সার্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে মন্দার আশঙ্কা করছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে কিছুটা হলেও আতঙ্কিত সাধারণ বিনিয়োগকারীরা। এর সাথে যোগ হয়েছে চেক নগদায়ন নিয়ে ডিএসইর প্রজ্ঞাপন। সবমিলিয়ের নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়েছে পুঁজিবাজারে।

সংশ্লিষ্টরা বলছেন, বাজার নিয়ে আতঙ্কিত হবার কোনো কারণ নেই। স্বল্প সময়ের মধ্যে পুজিবাজার আবারও ঘুরে দাঁড়াবে বলেও আশা তাদের।

/এডব্লিউ

Exit mobile version