Site icon Jamuna Television

শতক ছাড়ালো ডেঙ্গুতে মৃতের সংখ্যা, গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৭ জন

ফাইল ছবি

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৪ জন রোগী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০৬ জনে।

বুধবার (১৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ৫৬৫ জন ঢাকা এবং ঢাকার বাইরে ২৯৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২০ হাজার ৬৩ জন আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি আছেন এক হাজার ৭৯ জন ডেঙ্গু রোগী। বর্তমানে সারাদেশে ৭ হাজার ৭৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। আর চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছে মোট ১০৬ জন।

/এসএইচ

Exit mobile version