Site icon Jamuna Television

ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনায় ৪০৫ জন নিহত

এবারের ঈদযাত্রায় সড়ক নৌ ও রেলপথে দুর্ঘটনায় ৪০৫ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১ হাজার ২৬৬ জন। শুধু সড়কেই মারা গেছেন ৩৩৯ জন। এসব তথ্য জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

সকালে জাতীয় প্রেসক্লাবে ঈদযাত্রায় সড়ক দুর্ঘটনা প্রতিবেদন-২০১৮ প্রকাশ উপলক্ষ্যে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় প্রতিষ্ঠানটি। তাদের হিসেবে, ঈদের আগে পরে সারাদেশে ৩৩৫টি সড়ক দুর্ঘটনা হয়েছে। ১১ জুন থেকে ২৩ জুনের মধ্যে সবচেয়ে বেশি বাস দুর্ঘটনা হয়। আহতদের অনেকে চিরতরে পঙ্গু ও কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। এবার অন্য বছরের তুলনায় মুখোমুখি সংঘর্ষের সংখ্যাও উদ্বেগজনক।

সড়ক দুর্ঘটনা বন্ধে দ্রুত প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল।

Exit mobile version