Site icon Jamuna Television

সিরাজগঞ্জে মাদক রাখার দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

সিনিয়র রিপোর্টার, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হেরোইন রাখার অভিযোগে মুকছেদ আলী নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

বুধবার (১৯ অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির এ কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত মুকছেদ আলী সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বজ্রাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি পলাতক রয়েছেন। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের স্টেনোগ্রাফার রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, দণ্ডপ্রাপ্ত মুকছেদ আলী দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত। ২০১২ সালের ২১ ফেব্রুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (শাহজাদপুর সার্কেল) উল্লাপাড়ার বজ্রাপুর মধ্যপাড়া গ্রামে মুকছেদ আলীর বাড়ি ঘেরাও করে তল্লাশি চালায়। এ সময় ৩শ’ গ্রাম হেরোইন উদ্ধারসহ মুকছেদ আলীকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিদর্শক ইলিয়াস হোসেন তালুকদার বাদী হয়ে উল্লাপাড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলা চলাকালে ৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় মুকছেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

ইউএইচ/

Exit mobile version