Site icon Jamuna Television

ময়লার ড্রামে মিললো নবজাতকের লাশ

ছবি: প্রতীকী

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন নয়াপাড়া এলাকায় ময়লার ড্রামের ভেতর থেকে দুদিন বয়সী এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৯ অক্টোবর) সকালে স্থানীয় মো. আহসান আলীর বাড়ির পাশে ময়লার ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রাফিউল করিমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বুধবার সকাল ৯টার দিকে ময়লার ড্রামের ভেতর স্থানীয় লোকজন পলিথিনে মোড়ানো চটের বস্তার ভিতর অজ্ঞাতনামা নবজাতক ছেলের লাশ দেখতে পায়। খবর পেয়ে কাশিমপুর থানার এসআই মো. হানিফ মিয়া ফোর্স নিয়ে সকাল ১১টার দিকে লাশটি উদ্ধার করেন এবং ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ইউএইচ/

Exit mobile version