Site icon Jamuna Television

সোমালিয়ায় অপুষ্টিজনিত কারণে হাসপাতালে যাচ্ছে মিনিটে একটি শিশু

প্রতি মিনিটে একজন করে অপুষ্টিতে ভোগা শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে সোমালিয়ায়। মঙ্গলবার (১৮ অক্টৈাবর) উদ্বেগজনক এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল, ইউনিসেফ। দেশটিতে গুরুতর অপুষ্টিতে ভোগা হাজার হাজার শিশুর মৃত্যুর শঙ্কাও করছে ইউনিসেফ। ফলে সংস্থাটি তার দাতাদের এই ঐতিহাসিক খরার মধ্যে সহায়তা বাড়ানোর আহ্বান জানিয়েছে।

ইউনিসেফ প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের বলেন, বৃহত্তর পদক্ষেপ এবং বিনিয়োগ ছাড়াই, আমরা ভয়াবহ মাত্রায় শিশু মৃত্যুর মুখোমুখি হচ্ছি। গত অর্ধ শতাব্দিতেও এই মাত্রায় শিশুমৃত্যুর শঙ্কা তৈরি হয়নি। এসময় তিনি বলেন, গত আগস্ট থেকে প্রায় ৪৪ হাজার শিশু অপুষ্টিজনিত কারণে হাসপাতালে ভর্তি হয়েছে। অর্থাৎ, মিনিটে একটি শিশু অপুষ্টিজনিত সমস্যা নিয়ে ভর্তি হচ্ছে হাসপাতালে। গুরুতর অপুষ্টিতে ভুগছে এমন শিশুদের ডায়রিয়া এবং হামে মারা যাওয়ার সম্ভাবনা সুপুষ্ট শিশুদের তুলনায় ১১ গুণ বেশি। সোমালিয়া হয়তো এমন পরিস্থিতিতে গত কয়েক দশকে পড়েনি।

জাতিসংঘের সংস্থাগুলো কয়েক মাস ধরে হর্ন অফ আফ্রিকা এলাকার দুর্ভিক্ষের বিষয়ে সতর্ক করে আসছে, যেখানে ৪০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা বিভিন্ন দেশে ২ কোটির বেশি মানুষকে প্রভাবিত করেছে।

/এডব্লিউ

Exit mobile version