Site icon Jamuna Television

রুশ অধিকৃত ইউক্রেনের চার অঞ্চলে সামরিক আইন ঘোষণা পুতিনের

রুশ অধিকৃত ইউক্রেনের দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন এবং জাপোরিঝিয়া অঞ্চলে সামরিক আইন ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার (১৯ অক্টোবর) এক ডিক্রির মাধ্যমে তিনি সামরিক শাসন জারি করেন। খবর এএফপির

এ দিন টেলিভিশনে প্রচারিত দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের এক সভায় তিনি বলেন, আমি রুশ ফেডারেশনের এই চারটি অঞ্চলে সামরিক আইন প্রবর্তনের জন্য ডিক্রিতে সই করছি। এরপর ক্রেমলিন এ সংক্রান্ত ডিক্রি প্রকাশ করে জানায়, ডিক্রিটি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে।

কিয়েভ যুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে অভিযোগ করে পুতিন বলেন, তারা জনগণের ইচ্ছাকে মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছে এবং সকল প্রকার আলোচনার প্রস্তাব নাকচ করেছে। ফলে সেখানে বেসামরিক মানুষ মারা যাচ্ছে। এসময় তিনি বলেন, আমরা খুব জটিল পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এবং রাশিয়ার নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছি।

এটিএম/

Exit mobile version