Site icon Jamuna Television

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে বিজিবি সদস্যের মৃত্যু

নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান।

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির আক্রমণে নায়েব সুবেদার মো. আব্দুল মান্নান নামের এক বিজিবি সদস্য মৃত্যুবরণ করেছেন।

বুধবার (১৯ অক্টোবর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর ভালুখাইয়া বিওপির কমান্ডার জেসিও নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে ১০ সদস্যের একটি টহলদল নিয়মিত টহলের অংশ হিসেবে বাম হাতিরছড়া নামক স্থানে যান। সেখানে একটি অভিযান চালিয়ে চোরাচালানকৃত ৩টি গরু উদ্ধার করেন তারা। উদ্ধারকৃত গরুসহ বিওপিতে ফিরে আসার পথে রাত আনুমানিক ৯টায় আকস্মিক ৩টি বন্য হাতির আক্রমণের শিকার হয় টহলদলটি।

এ সময় টহল কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান দলের অন্যান্য সদস্যদেরকে নিরাপদ স্থানে পাঠাতে পারলেও নিজে কোনো নিরাপদ স্থানে সরে যেতে পারেননি এবং দুর্ভাগ্যক্রমে বন্য হাতির পায়ে পদদলিত হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

পরে, বিজিবির রামু সেক্টরের সেক্টর কমান্ডার ও নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অধিনায়ক দ্রুত ঘটনাস্থলে গিয়ে আব্দুল মান্নানের মরদেহ উদ্ধার করে নিয়ে আসেন।

নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের অকাল ও আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ। নিহত নায়েব সুবাদারের পরিবারকে সব ধরনের সহায়তা দেয়ার নিশ্চয়তাও দিয়েছেন বিজিবি মহাপরিচালক।

উল্লেখ্য, নিহত নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের পৈত্রিক নিবাস কুমিল্লা জেলায়। তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা। বিজিবিতে গত ৩৪ বছর ধরে চাকরি করছেন তিনি।

/এসএইচ

Exit mobile version