Site icon Jamuna Television

জয়পুরহাটে যমুনা নদীতে ডুবে নিখোঁজ ২ বন্ধু

জয়পুরহাট প্রতিনিধি:

জয়পুরহাট সদর উপজেলার চকশ্যাম এলাকায় ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে তন্ময় (১৬) ও সঞ্জিত (১৬) নামের দুই বন্ধু নিখোঁজ হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিখোঁজ দুইজনের বাড়ি জয়পুরহাট শহরের শান্তিনগর মহল্লায়।

জয়পুরহাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মহীউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজদের উদ্ধারে রাজশাহী থেকে ডুবুরির দল রওনা হয়েছে। তিনি আরও বলেন, দুপুরে ছোট যমুনা নদীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে পানিতে নামলে নিখোঁজ হয় তন্ময় ও সঞ্জিত। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে নদীতে খোঁজ করেও তাদের উদ্ধার করতে পারেনি। পরে রাজশাহীতে খবর দেয়া হয়েছে। নিখোঁজ তন্ময় ও সঞ্জিত এবার এসএসসি পরীক্ষা দিয়েছে।

এটিএম/

Exit mobile version