Site icon Jamuna Television

শেষ ষোলতে কখন, কে, কার মুখোমুখি

রাশিয়া বিশ্বকাপে আজ বিরতি। কাল থেকে শুরু হবে নকআউট পর্ব। ১৬টি দল ৮টি ম্যাচে মুখোমুখি হবে, যেখান থেকে নির্ধারিত হবে কোয়ার্টার ফাইনালিস্ট।

আগামীকাল শনিবার আছে দুটি ম্যাচ। রাত ৮টায় আর্জেন্টিনা মুখোমুখি হবে ফ্রান্সের।  রাত ১২টায় পর্তুগাল খেলবে উরুগুয়ের বিপক্ষে।

রোববার রাত ৮টায় স্বাগতিক রাশিয়ার মোকাবেলা করবে স্পেন।  আর ১২টায় ক্রোয়েশিয়ার প্রতিপোক্ষ ডেনমার্ক।

শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ আরেক লাতিন অ্যামেরিকান দেশ মেক্সিকো। সামারা অ্যারেনায় ২ জুলাই সোমবার রাত ৮টায় শুরু হবে ম্যাচটি। একই দিন রাত ১২টায় জাপানের বিপক্ষে লড়বে ফেভারিট বেলজিয়াম।

মঙ্গলবার রাত ৮টায় সেন্ট পিটার্সবার্গে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ সুইডেন। একই দিন রাত ১২টায় কলম্বিয়ার সঙ্গে লড়বে ইংল্যান্ড।

Exit mobile version