Site icon Jamuna Television

চুল সোজা করার প্রসাধনী জরায়ু ক্যানসারের ঝুঁকি বাড়ায়: গবেষণা

বাজারে চুল সোজা করার নানা রকম প্রসাধনী পাওয়া যায়। হর হামেশাই বিভিন্ন বিউটি পার্লারে তা ব্যবহার হচ্ছে। কিন্তু সম্প্রতি এক গবেষণা বলছে, নারীদের এসব প্রসাধনী ব্যবহার জরায়ু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। খবর বার্তা সংস্থা এএফপির।

সোমবার (১৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রের জাতীয় ক্যানসার ইন্সটিউটের প্রকাশিত এক গবেষণাপত্রে এমনটাই দাবি করা হয়েছে। সেখানে বলা হয়, প্যারাবেন ও বিসফেনল এ’র মতো কেমিক্যাল নারীদের জরায়ুর ক্যানসারে ভূমিকা রাখছে, এমন প্রমাণ পেয়েছেন গবেষকরা। তবে চুলে ব্যবহৃত অন্যান্য প্রসাধনীতে এমন ঝুঁকির কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সটিটিউটের প্রধান গবেষক এক বিবৃতিতে বলেন, যেসব নারীরা জীবনে কখনোই চুল সোজা করার প্রসাধনী ব্যবহার করেননি তাদের মধ্যে কেবল ১.৬৪ শতাংশ নারীরা ৭০ বছর বয়সে গিয়ে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হতে পারেন। অপরদিকে যেসব নারীরা ঘনঘন এ ধরনের প্রসাধনী ব্যবহার করেন, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪.০৫ শতাংশে গিয়ে দাঁড়ায়।

২০২২ সালে সারা বিশ্বে আনুমানিক ৬৫,৯৫০ জনের জরায়ু ক্যান্সারে আক্রান্ত হওয়ার প্রমাণ মিলেছে। তবে বিশেষ করে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গ নারীদের মধ্যে এর প্রবণতা বেশি বলে জানা গেছে।

এটিএম/

Exit mobile version