
থমথমে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতাল। চিকিৎসাধীন অবস্থায় এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় হাসপাতালে ভাঙচুর চালিয়েছেন নিহত শিক্ষার্থীর সহপাঠীরা। শেষ খবর পাওয়া পর্যন্ত, এখনও সেখানে অবস্থান করছেন তারা।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হলের ৪ তলার ছাদ থেকে পড়ে যান মার্কেটিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জিএম শাহরিয়ার। তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা হয়। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
তবে তার মৃত্যুর জন্য চিকিৎসকের গাফিলতিকে দায়ী করেছেন শিক্ষার্থীরা। প্রতিবাদে হাসপাতালের দরজা-জানালা ভাঙচুর করা হয়। একপর্যায়ে আনসারদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।
/এডব্লিউ
 
				
				
				
 
				
				
			


Leave a reply