Site icon Jamuna Television

রংপুরে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ রাখায় রাইসমিল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপনডেন্ট, রংপুর:

আইন লঙ্ঘন করে প্লাস্টিকের বস্তায় চাল মজুদ করার অপরাধে রংপুরের মিঠাপুকুরের জায়গীরহাট অটো রাইসমিল লিমিটেড কর্তৃপক্ষকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময় রংপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাহবুব বিশ্বাসসহ পুলিশ এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন জানান, পাট জাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন নিশ্চিত করতে জায়গীরহাট অটো রাইচমিল প্রাঃ লিঃ এ আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। সেখানে আমরা হাতেনাতে প্লাস্টিকের বস্তায় চাল মজুদের বিষয়টি লক্ষ করি এবং তা জব্দ করি। পরে আইন অমান্য করার অপরাধে ওই কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে পাট জাত মোড়কে চাল রাখার বিষয়টি নিশ্চিত করার জন্য সতর্ক করা হয় তাদের।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, পরবর্তীতে প্লাস্টিক বস্তায় চাল মজুদ রাখলে ১ লাখ টাকা জরিমানা ও ১ মাসের কারাদণ্ডের বিধান রয়েছে। প্রয়োজনে আমরা সেই আইনও ব্যবহার করব।

এটিএম/

Exit mobile version