Site icon Jamuna Television

ইসরায়েল বাহিনীর ক্রোধ থেকে বাঁচলো না অবুঝ শিশুর সাইকেলটিও (ভিডিও)

ইসরায়েলি বাহিনীর ক্রোধ থেকে রেহাই পেলো না অবুঝ শিশুর সাইকেল পর্যন্ত। ফিলিস্তিনের পশ্চিম তীরে ঘটেছে এমনই এক ঘটনা।

হেবরন শহরে বাড়ির পাশে সাইকেল নিয়ে বন্ধুদের সাথে খেলছিল একটি শিশু। তাও যেন সহ্য হয়নি ইহুদি সেনার। ইসরায়েল সেনারা সেখানে গিয়ে শিশুদের খেলা বন্ধ করে দেয়। একপর্যায়ে এক সেনা সাইকেলটি তুলে নেয়। কিছুক্ষণ সাইকেলটির আশায় সেনাদের পেছন পেছন ছুটতে থাকে হতবাক শিশুটি। পরে ভয় পেয়ে পিছিয়ে যায়। আর ইহুদি ওই সেনা ডাস্টবিনে ছুড়ে ফেলে দেয় সাইকেলটি।

গত কয়েকমাসে বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহতের জেরে পশ্চিম তীরে চলছে তেল আবিবের নিরাপত্তা বাহিনীর সাঁড়াশি অভিযান। সাইকেল নিয়ে ফেলে দেয়ার ভিডিওটি দেখুন এই লিংকে।

/এডব্লিউ

Exit mobile version