Site icon Jamuna Television

জেরুজালেমের পশ্চিম দেয়ালের সামনে নগ্ন ছবি তুললেন মডেল!

আবারও সমালোচনা-আলোচনায় বেলজিয়ামের মডেল মারিজা পাপন। এবার তিনি ইহুদীদের পবিত্র স্থান জেরুজালেমের পশ্চিম দেয়ালের (আল বুরাক দেয়াল) কাছে নগ্ন হয়ে ফটোশুট করেছেন। গত ২৩ জুন তার ওয়েবসাইটে এই সব ছবি দিয়ে ‘দি ওয়াল অব শেইম’ শিরোনামে পোস্ট দেন।

এদিকে পশ্চিম দেয়ালের রাব্বি স্যামুয়েল এ বিষয়ে বলেন, এটা একটি অস্বস্তিকর ও দুঃখজনক ঘটনা, যা পবিত্র স্থানের পবিত্রতা নষ্ট করেছে ও যারা এখানে আসে তাদের অনুভূতিতে আঘাত দেয়া হয়েছে।

এদিকে মারিজা পাপন তেল আবিব হয়ে জেরুজালেমে তিনদিনের ভ্রমণের সময় এসব ছবি তুলেন।

ছবি তে দেখা যায় মারিজা পশ্চিম ওয়ালের কাছে একটি চেয়ারে নগ্ন হয়ে শুয়ে আছেন। অন্য ছবিতে তিনি ইসরাইলের পতাকা উড়তেছে এমন একটি রডের সাথে নগ্ন হয়ে জড়িয়ে ধরে আছেন।

তিনি তার ব্লগে লিখেছেন, পাঠক, বইয়ের মলাট দেখেই কাউকে বিবেচনা করবেন না। আমি জানি এখন আমার মেইল বক্স হুমকির বার্তায় ভরে যাবে। কিন্তু আমি কখনই তা খুলে পড়ে দেখবোনা তাই মেইল না পাঠিয়ে আপনার শক্তি জমা রাখুন।

তিনি কেন এরকম করলেন সে সম্পর্কে লিখেন, আমি ধর্মের ও রাজনীতির দেয়ালে আবারও ধাক্কা দিতে চাই। আমি ভাঙতে চাই সেই দেয়াল যা আমাদের আত্মাকে নিয়ন্ত্রণ করতে চায়। অন্যকথায় আমি আমার নিজস্ব ধর্মকে বিশ্বে দেখাতে চাই।

গত বছরে তিনি মিসরে একটি মন্দিরে গিয়ে এরকম নগ্ন ফটোশুট করেন। তার জন্য তাকে আটক করা হয়েছিলো।

মারিজা প্রায়ই বিভিন্ন ইস্যুতে নগ্ন ফটোশুট করে তার প্রতিবাদ ধারা অব্যাহত রাখেন।

 

 

 

Exit mobile version