Site icon Jamuna Television

ইসরায়েলি সেনা হত্যার দায়ে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা

ইসরায়েলি সেনা হত্যার দায়ে অভিযুক্ত এক ফিলিস্তিনি যুবকের মৃত্যু হয়েছে ইহুদি বাহিনীর গুলিতে। বুধবার পশ্চিম তীরের এক নিরাপত্তা চৌকির কাছে নিহত হন তিনি। এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

তেল আবিবের দাবি, জেরুজালেমের পূর্ব দিকের এক চেকপোস্টে নিরাপত্তা কর্মীকে লক্ষ্য করে গুলি ছুড়েছিল উদায় তামিমি নামের ওই ব্যক্তি। তার সাথে ছিল একটি পিস্তল ও বিস্ফোরক দ্রব্য। গত ৮ অক্টোবর তামিমির গুলিতে মৃত্যু হয় ইসরায়েলের এক নারী সেনার। এরপর থেকেই তার সন্ধানে চলছিল ইহুদি বাহিনীর সাঁড়াশি অভিযান।

তামিমির মৃত্যুর প্রতিক্রিয়ায় স্বাধীনতাকামী সংগঠন হামাসের মুখপাত্র বলেন, এভাবে হত্যা করে দমিয়ে রাখা যাবে না ফিলিস্তিনিদের।

গত কয়েক মাসে একাধিক গুপ্ত হামলায় প্রাণ যায় ১৯ ইসরায়েলি সেনার। আর তেল আবিবের আগ্রাসনে চলতি বছর মৃত্যু হয়েছে ১২০ জনের বেশি ফিলিস্তিনির।

ইউএইচ/

Exit mobile version