Site icon Jamuna Television

পেরুতে বিষাক্ত মদ পান, এক সপ্তাহে ২১ জনের মৃত্যু

ছবি: সংগৃহীত

পেরুতে বিষাক্ত মদ পানে এক সপ্তাহে কমপক্ষে ২১ জনের মৃত্যু হয়েছে। হুয়ানুকো শহরে রাস্তার ওপরই পড়ে থাকতে দেখা যায় মরদেহগুলো। খবর বার্তা সংস্থা এপির।

কর্তৃপক্ষ জানায়, গত বেশ কিছুদিন ধরেই মদ পানে অসুস্থতা ও মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। মিথানলের উপস্থিতি পাওয়া গেছে মৃতদের শরীরে। এ ঘটনার পর বাজারে অভিযান চালিয়ে বেশ কয়েক ধরনের সস্তা মদ উদ্ধার করেছে নিরাপত্তা বাহিনী। প্রাথমিক পরীক্ষায় বিষাক্ত হিসেবে চিহ্নিত হয়েছে সেগুলো। আরও পরীক্ষার জন্য অ্যালকোহলের নমুনা পাঠানো হয়েছে গবেষণাগারে। তবে এগুলো কোথায় উৎপাদিত হয় জানা যায়নি এখনো।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত মাসে মিথানলের বিষক্রিয়ার ১১৭টি কেস পাওয়া গেছে। যাদের মধ্যে ৫৪ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: ইসরায়েলি সেনা হত্যার দায়ে ফিলিস্তিনি যুবককে গুলি করে হত্যা
ইউএইচ/

Exit mobile version