Site icon Jamuna Television

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল শুরু

স্টাফ করেসপন্ডেন্ট, গাজীপুর:

আড়াই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল স্বাভাবিক হয়েছে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল স্বাভাবিক হয় বলে জানিয়েছেন, শ্রীপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. হারুন অর রশিদ।

তিনি জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে রেল লাইন মেরামতের জন্য আনা স্লিপার আনলোড কাজে ব্যবহৃত একটি ক্রেন উল্টে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ লাইনে রেল চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে তিস্তা এক্সপ্রেস শ্রীপুর স্টেশনে ও ঢাকাগামী কমিউটার কাওরাইদ এলাকায় যাত্রাবিরতি করে।

তিনি বলেন, বেলা ১১টার দিকে রেল লাইনের ওপর থেকে দুর্ঘটনা কবলিত ক্রেন সরিয়ে নেয়া হলে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেল সড়কে রেল চলাচল শুরু হয়।

ইউএইচ/

Exit mobile version