Site icon Jamuna Television

সাত বছর পর বাংলাদেশ সফরে আসছে ভারত

ছবি: সংগৃহীত

সাত বছর পর আবারও বাংলাদেশ সফরে আসছে ভারত। আগামী ১ ডিসেম্বর তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ভারত। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সফরটি শুরু হবে ওয়ানডে সিরিজ দিয়ে। ৪, ৭ ও ১০ ডিসেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। সফরের প্রথম টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। খেলাটি শুরু হবে ১৪ ডিসেম্বর। সিরিজের শেষ টেস্ট খেলতে মিরপুরে ফিরবে দু’দল। ২২ ডিসেম্বর শুরু হবে শেষ টেস্ট।

২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফর করেছিল ভারত। দীর্ঘ অপেক্ষার পর ঘরের মাঠে ভারতের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ।

ইউএইচ/

Exit mobile version