Site icon Jamuna Television

ভারতের মতো কম দামে মস্কো থেকে তেল কিনতে চায় পাকিস্তান

ভারতের মতো কম দামে রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনার ঘোষণা দিয়েছে পাকিস্তান। দেশটির অর্থমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, বিশ্বজুড়ে চলমান জ্বালানি সংকটের মধ্যে নিজ চাহিদা মেটাতে রাশিয়ার কাছ থেকে তেল নিতে চায় ইসলামাবাদ। খবর আল জাজিরার।

তবে এক্ষেত্রে শর্ত হলো ভারত যে দামে তেল কিনেছে সেই একই দামেই রাশিয়ার কাছ থেকে তেল কিনবে পাকিস্তান। ছাড়কৃত মূল্যে রুশ জ্বালানি তেল আমদানিতে পশ্চিমারা পাকিস্তানকে বাধা দেবে না, এমন আশাও করেন ইসহাক দার। এর আগে গম ও অন্যান্য শস্য কিনতে রাশিয়ার কাছে আবেদন করে পাকিস্তান।

/এমএন

Exit mobile version