Site icon Jamuna Television

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে সাধ্যমতো চেষ্টা চলছে: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

মশা নিধন স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ নয়। তবে মশা নিধন হলেই ডেঙ্গু পরিস্থিতি সামলানো যাবে, এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

ঢাকা শিশু হাসপাতালে রেসপাইরেটরি সেন্টার ও নিউমোনিয়া রিসার্চ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে বৃহস্পতিবার (২০ অক্টোবর) এ মন্তব্য করেন তিনি। বলেন, ডেঙ্গু পরিস্থিতি সামলাতে সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছি। ডেঙ্গু রোগীদের সেবা দিতে হাসপাতালে বেডের অভাব হবে না। তাদের চিকিৎসা সেবায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, মশা নিধন যতো দ্রুত কার্যকর হবে, পরিস্থিতি ততো দ্রুত নিয়ন্ত্রনে চলে আসবে। তাই ডেঙ্গু প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

/এমএন

Exit mobile version