Site icon Jamuna Television

টাকার অভাবে বন্ধ হয়ে গেল যুক্তরাষ্ট্রের একটি নার্সিং হোম

১১৩ বছর ধরে এখানে সেবা পাচ্ছিলেন স্থানীয়রা। হঠাৎ করে গতকাল বুধবার কর্তৃপক্ষের কাছে খবর আসে যে, বন্ধ করে দিতে হবে যুক্তরাষ্ট্রের ইলিনয়েস রাজ্যের একটি নার্সিং হোম। মূলত রাজ্যের স্বাস্থ্য বাজেটের ঘাটতির কারণে প্রতিষ্ঠানটি হুট করে বন্ধ করে দিতে হচ্ছে।

প্লেজেন্ট হিল হেলথকেয়ার নামক নার্সিং হোম কর্তৃপক্ষ জানিয়েছে, অর্থের অভাবে তাদের প্রতিষ্ঠান বন্ধ করে দিতে হচ্ছে। নার্সিং হোমে থাকা একজন সেবাগ্রহিতা বলেন, ‘খবর শুনে হৃদয়টা ভেঙে গেছে।’

২৮ বছর ধরে প্রতিষ্ঠানটিতে কাজ করা বর্তমান নির্বাহী পরিচালক পলেট বুচ মিলার বলেন, বন্ধ করে দেয়ার বিষয়টি দুঃখজনক। তিনি জানান, রাজ্য সরকার তাদের কাছে প্রায় ২ মিলিয়ন ডলারের চিকিৎসা সংক্রান্ত বিল পায়। ফলে নতুন করে অর্থ বরাদ্দ কঠিন হয়ে পড়েছে।

মোট ৬১ জন সেবাগ্রহিতাকে এখন অন্যত্র সরিয়ে নিতে হবে। (সূত্র: ফক্স ইলিনয়েস)।

Exit mobile version