Site icon Jamuna Television

১ হাজার কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট

বিশ্বব্যাপী কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন টেক জায়ান্ট কোম্পানি মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি তার বিভিন্ন বিভাগ থেকে প্রায় ১ হাজার কর্মী ছাঁটাই করবে বলে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দাকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা। এ ছাঁটাইয়ের ফলে তাদের কর্মরত মোট কর্মীর ওপর ১ শতাংশের কম প্রভাব পড়বে। গেলো জুন মাস পর্যন্ত প্রতিষ্ঠানটিতে ২ লক্ষ ২১ হাজারের মতো কর্মী কর্মরত ছিলো বলে জানা যায়।

এক বিবৃতিতে মাইক্রোসফটের মুখপাত্র জানান, অন্যান্য কোম্পানির মতো আমরাও আমাদের ব্যবসার অগ্রাধিকারগুলো নিয়মিত মূল্যায়ন করি। সেই মূল্যায়ন অনুযায়ী প্রতিষ্ঠানের কাঠামোগত সমন্বয় করি।

এর আগে চলতি বছরের জুলাই মাসে প্রতিষ্ঠানটি কিছু সংখ্যক কর্মী ছাঁটাই করেছে বলে জানিয়েছিলো। এছাড়াও সম্প্রতি টেক ভিত্তিক বিভিন্ন কোম্পানি যেমন মেটা, স্ন্যাপচ্যাট, টুইটার তাদের কর্মীর সংখ্যা কমিয়ে এনেছে।

এটিএম/

Exit mobile version