Site icon Jamuna Television

অত্যাচারী সরকারের বিরুদ্ধে জনগণকে জাগিয়ে তুলতে হবে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

আর নয়, এখন সময় এসেছে; এই অত্যাচারী সরকারের বিরুদ্ধে মানুষকে জাগিয়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জিয়া পরিষদ আয়োজিত বিএনপির চলমান আন্দোলনে নিহতদের পরিবারকে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকার আজ ক্ষমতা আগলে রাখতে নগ্নভাবে নেমেছে। সমাবেশে বাধা দিয়ে জনসমাগম দমাতে চেষ্টা চালাচ্ছে। এ সরকারকে সরাতে না পারলে জাতির অস্তিত্ব থাকবে না।

আওয়ামী লীগ সরকারের বিজয় নিশ্চিত করার জন্য বর্তমান নির্বাচন কমিশন গঠন করা হয়েছে বলে এ সময় দাবি করেন মির্জা ফখরুল। বলেন, ক্ষমতায় ধরে রাখতেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে দানব সরকারকে হঠিয়ে সর্বশক্তি প্রয়োগ করতে হবে।

/এমএন

Exit mobile version