Site icon Jamuna Television

নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় প্রেসক্লাবের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী

নানা আনুষ্ঠানিকতায় পালিত হচ্ছে জাতীয় প্রেসক্লাবের ৬৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ভারত ও বাংলাদেশের সাংবাদিকরা অংশ নেন। এ সময় বক্তারা দুই দেশের মধ্যে সাধারণ ঐতিহ্য, তিন বিঘা করিডোর, ফারাক্কা বাঁধ ও তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করার জোর দেন।

তারা আরও বলেন, দুই বন্ধু রাষ্ট্রের যেকোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব। সাংবাদিকদের মধ‍্যে সুসম্পর্ক বজায় থাকলে এর সুফল পাওয়া সম্ভব। দুই দেশ সম্পর্কে জানতে সমন্বিতভাবে ইনিস্টিটিউট করারও দাবি জানান বক্তারা।

/এমএন

Exit mobile version