Site icon Jamuna Television

ইরান থেকে তেল আমদানির মার্কিন নিষেধাজ্ঞা মানবে না তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত জাভুসগ্লু জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের কথা মতো ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্কে কোনো ধরনের হেরফের করবে না আঙ্কারা। তিনি বলেন, মার্কিন প্রশাসন এককভাবে যে সিদ্ধান্ত নিয়েছে তা মানতে বাধ্য নয় তুরস্ক।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছিলেন তার দেশের নিষেধাজ্ঞা সত্ত্বেও যেসব দেশ আগামী নভেম্বরের পরে ইরানের সাথে বাণিজ্যিক সম্পর্ক (বিশেষ করে তেল আমদানি) বজায় রাখবে তাদেরকেও নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে।

এর জবাবে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের মিত্র হওয়ার মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্ত আমাদেরকে অক্ষরে অক্ষরে মানতে হবে।’

তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য বিষয়ক কোনো ইস্যুতে সিদ্ধান্ত নেয়ার আগে ওয়াশিংটনের উচিত আঙ্কারার সাথে আলোচনা করা। সম্প্রতি ট্রাম্প প্রশাসন ইরানের সাথে করা ৬ জাতির পরমাণু চুক্তি থেকে সরে আসে। এরপর তেহরানের ওপর নতুন করে বাণিজ্যিক নিষেধাজ্ঞা আরোপ করে।

তুরস্ক ইরানের তেলের একটি বড় মার্কেট।

Exit mobile version