Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় পাচারের সময় জুতার ভেতর থেকে ১৩টি স্বর্ণের বার উদ্ধার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার ফুলবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ভারতে পাচারের সময় জুতার ভেতর থেকে কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২০ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ফুলবাড়ী সীমান্তের বুইচিতলা গ্রামের রাস্তার ওপর অবস্থান নেয় বিজিবি। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে মোটরসাইকেলযোগে সীমান্তের দিকে যেতে দেখে তাকে চ্যালেঞ্জ করে বিজিবির সশস্ত্র টহলদল। এ সময় মোটরসাইকেল ও পায়ের জুতা ফেলে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ফেলে যাওয়া মোটরসাইকেলটি তল্লাশি করে কিছু না পাওয়া গেলেও পায়ের জুতাটি কেটে অভিনব কায়দায় লুকিয়ে রাখা কালো কচটেপ দিয়ে মোড়ানো ৪টি প্যাকেট থেকে ১ কেজি ৫১৫.৮৫ গ্রাম ওজনের ১৩টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের আনুমানিক মূল্য ১ কোটি ৬ লাখ ৫৫ হাজার ৯০০ টাকা।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লেফটেনেন্ট কর্নেল শাহ মোহাম্মদ ইসতিয়াক জানান, এ ঘটনায় দর্শনা থানায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেয়া হবে।

এটিএম/

Exit mobile version