Site icon Jamuna Television

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু

প্রতীকী ছবি।

দেশে করোনায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২৪৩ জন। বৃহস্পতিবার (২০ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, গেলো ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪ হাজার ১৭৪টি। এদিন পরীক্ষার অনুপাতে শনাক্তের হার পাঁচ দশমিক আট দুই শতাংশ।

এই পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৩ হাজার ৬৬২ জনের। দেশে করোনায় মোট প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৪১১ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৬ হাজার ২৮৫ জন। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৬৮ জন।

এটিএম/

Exit mobile version