Site icon Jamuna Television

ভোটাররা কাকে ভোট দিচ্ছে সিসি ক্যামেরায় তা দেখা যায় না: মো. আলমগীর

গোপন বুথে নয়, ভোটকক্ষে সিসি ক্যামেরা বসানো হয়। কে, কাকে ভোট দিয়েছে তা সিসি ক্যামেরায় ধরা পড়ে না; জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকালে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এনআইডি স্থানান্তর প্রসঙ্গে এ নির্বাচন কমিশনার বলেন, জাতীয় পরিচয়পত্রের জন্য আলাদা কোনো সার্ভার নেই। তাই বিভাগ হস্তান্তর হলেও কমিশনের সার্ভার হস্তান্তর করবে না নির্বাচন কমিশন। এনআইডি চলে গেলে ইসি ভোটার কার্ড সরবরাহ করবে বলেও জানান তিনি। তবে এনআইডি সরিয়ে নিতে সরকারের সিদ্ধান্তে বাধা দেয়ার এখতিয়ার ইসির নেই বলে উল্লেখ করেন।

/এমএন

Exit mobile version