Site icon Jamuna Television

চুয়াডাঙ্গায় জাল টাকাসহ জালিয়াত চক্রের ৩ প্রতারক গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল টাকাসহ জালিয়াত চক্রের ৩ প্রতারককে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে নগদ ৫ হাজার টাকার জাল নোট এবং ৪টি মোবাইল ও ৮টি সিমকার্ড জব্দ করা হয়।

বুধবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, সানজিদ আহমেদ শাকিব, ইয়াসিন রাব্বি ও রনি। জব্দকৃত মালামালসহ আসামিদের চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ র‍্যাব-৬’র কমান্ডার মোহাম্মদ ইশতিয়াক হোসাইন। তিনি জানান, গ্রেফতারকৃতরা জাল টাকা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিয়ে অর্থ হাতিয়ে নেয়। জেলা বাস টার্মিনাল এলাকায় অবৈধ জাল টাকা জালিয়াতি সংঘবদ্ধ চক্রের কয়েকজন সদস্য অবস্থান করাকালে তাদের আটক করা হয়েছে।

এটিএম/

Exit mobile version