Site icon Jamuna Television

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ যুবক

স্টাফ করেসপনডেন্ট:

কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে তারিকুল ইসলাম (২১) নামের এক যুবক নিখোঁজ হয়েছে। ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ তারেক কুষ্টিয়া সদরের হরলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তারেক নদী পাড়ের বোয়ালদহ গ্রামে শ্বশুরবাড়িতে বেড়াতে আসে। এরপর দুপুরে শ্যালকের সঙ্গে নদীতে গোসল করতে যায়। কিন্তু নদীতে ডুব দিয়ে সে আর উঠে আসেনি। এরপর থেকেই স্থানীয়রা তাকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করে। পরে যোগ দেয় ফায়ার সার্ভিস।

কুষ্টিয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জানে আলম বলেন, উদ্ধার কাজে যোগ দেয়ার জন্য খুলনা থেকে ডুবুরি দলকে আসার জন্য খবর দেয়া হয়েছে।

এটিএম/

Exit mobile version