Site icon Jamuna Television

তুরস্কের সহায়তায় আজারবাইজানে নতুন বিমানবন্দর

তুরস্কের সহায়তায় আজারবাইজানে চালু হলো নতুন বিমানবন্দর। বৃহস্পতিবার (২০ অক্টোবর) জাংলিয়ান আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান এবং আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ।

২০২০ সালে আর্মেনিয়া ও আজারবাইজানের সীমান্ত অঞ্চল নাগারনো-কারাবাখ নিয়ে লড়াই চলে দুই দেশের। প্রতিবেশী আজারবাইজানকে সামরিক ও কূটনৈতিক সহায়তা দেয় তুরস্ক। ওই সংঘাতের পর জাংলিয়ান অঞ্চলটি আর্মেনিয়ার কাছ থেকে নিজেদের নিয়ন্ত্রণে নেয় আজারবাইজান।

ওই বছরই অঞ্চলটিতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর স্থাপনে সহায়তার ঘোষণা দেন তুর্কি প্রেসিডেন্ট। এর আগে ২০২১ সালেও আজারবাইজারের ফুজুলি আন্তর্জাতিক বিমানবন্দর সংস্কারে সহায়তা করে তুরস্ক।

/এডব্লিউ

Exit mobile version