Site icon Jamuna Television

বান্দরবান ও রাঙ্গামাটি থেকে নতুন জঙ্গি সংগঠনের সদস্যসহ গ্রেফতার ১০

বান্দরবান ও রাঙ্গামাটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বিয়ার ৭ জন এবং পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব। এর পাশাপাশি বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে তারা।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) র‍্যাবের মিডিয়া উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়। এ বিষয়ে শুক্রবার একটি প্রেস বিফ্রিং করে বিস্তারিত জানাবে র‍্যাব।

প্রসঙ্গত, বুধবারের এক প্রেস বিফ্রিংয়ে র‍্যাবের মিডিয়া উইংয়ের কমান্ডার খন্দকার আল মঈন জানিয়েছেন, সম্প্রতি জঙ্গি সংশ্লিষ্ট ১২ জনকে গ্রেফতারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে র‍্যাব জানতে পেরেছে, নিরুদ্দেশ ৫৫ জঙ্গি পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে অবস্থান করছে। এরপরই পার্বত্য এলাকায় অভিযান শুরু করেছে তারা।

/এডব্লিউ

Exit mobile version