Site icon Jamuna Television

যশোরে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

যশোরের ঝিকরগাছায় পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। পুলিশের দাবি, নিহত জাহিদ হাসান টোকন তালিকাভুক্ত সন্ত্রাসী।

পুলিশের ভাষ্য টোকনকে গতরাতে কোতয়ালী থানার সামনে থেকে গ্রেফতার করা হয়। তার দেয়া তথ্য অনুযায়ী কায়েমখোলা মাঠে অস্ত্র উদ্ধারে গেলে, ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে আহত হয় টোকন। পরে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে পুলিশ একটি ওয়ান শ্যুটারগান, ১ রাউন্ড গুলি ও ৫ টি বোমা উদ্ধার করা হয়েছে।

টোকনের বিরুদ্ধে হত্যা, ডাকাতি, মাদকসহ ২৭ টি মামলা রয়েছে বিভিন্ন থানায়।

Exit mobile version