Site icon Jamuna Television

লেভানডোভস্কির জোড়া গোলে বার্সার সহজ জয়

ছবি: সংগৃহীত

ভিয়ারিয়ালকে ৩-০ গোলে হারিয়ে জয়ের ধারায় ফিরলো বার্সেলোনা। জোড়া গোল করেছেন রবার্ট লেভানডোভস্কি।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের সঙ্গে ড্র ও লা লিগায় রিয়াল মাদ্রিদের কাছে হারে খারাপ সময় যাচ্ছিল বার্সেলোনার। খেলার শুরুতেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। তবে ফিনিশিংয়ের অভাবে আসছিল না কাঙ্ক্ষিত গোল। ৩১ মিনিটে স্কোর শিটে নাম তোলেন লেভানডোভস্কি। মিনিট চারেকের মাথায় তার দ্বিতীয় গোলে ব্যবধান ২-০ করে কাতালান ক্লাবটি। আর ৩৭ মিনিটে স্কোরলাইন ৩-০ করেন আনসু ফাতি।

ম্যাচের বাকি সময়ে আরও কিছু সুযোগ পেলেও ব্যর্থ ছিল দলটির আক্রমণভাগ। বিশেষ করে ৭৭ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল আদায় করতে পারেননি বদলি ফরোয়ার্ড রাফিনিয়া। এই জয়ে ১০ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে বার্সেলোনা। শীর্ষে থাকা রিয়ালের ৩ পয়েন্ট পিছিয়ে জাভি হার্নান্দেসের দল।

ইউএইচ/

Exit mobile version