Site icon Jamuna Television

বাড়ি উৎখাতের নোটিশ নিয়ে হাজির কর্মকর্তারা, মুখের ওপর মৌমাছি ছাড়লেন নারী

ছবি: সংগৃহীত

মার্কিন এক নারীর খ্যাপাটে আচরণের সাক্ষী হলো ম্যাসাচুসেটস রাজ্য। বাড়ি উৎখাতের নোটিশ দিতে আসা শেরিফ দফতরের কর্মকর্তাদের ওপর মৌমাছি ছেড়ে দেন ওই নারী। খবর বার্তা সংস্থা এপির।

বিষাক্ত হুলে কুপোকাত হন কর্মকর্তারা। কয়েকজনকে হাসপাতালেও ভর্তি করতে হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সরকারি কর্তাদের হয়রানির অভিযোগে জেলা দায়রা জজ আদালতে তোলা হয় ৫৫ বছর বয়সী রোরি এস. উডসকে। কিন্তু দোষী সাব্যস্ত করা যায়নি তাকে। জরিমানা ছাড়াই তার জামিন হয়।

গেল ১২ অক্টোবর লংমিডাও এলাকায় তার বাড়ি উৎখাতের নোটিশ নিয়ে হাজির হন শেরিফ দফতরের অফিসাররা। এ সময় গাড়ি নিয়ে সেখানে উপস্থিত হন উডস। সাথে ছিল মৌমাছি বোঝাই বাক্স। মুহূর্তেই সেগুলো ঝাঁকিয়ে কর্মকর্তাদের মুখে ছাড়েন তিনি। নিজের সুরক্ষায় অবশ্য বি-কিপারদের নির্ধারিত পোশাক পরেছিলেন উডস।

ইউএইচ/

Exit mobile version