Site icon Jamuna Television

বরখাস্ত হলেন জেরার্ড

স্টিভেন জেরার্ড। ছবি: সংগৃহীত

বরখাস্ত হলেন এস্টন ভিলার কোচ স্টিভেন জেরার্ড। দায়িত্ব নেয়ার এক বছর না যেতেই বিদায় নিতে হচ্ছে এই লিভারপুল তারকার। ফুলহামের বিপক্ষে তার দল ৩-০ গোলে হারার পরই বিদায় নিশ্চিত হয় জেরার্ডের।

স্কটিশ দল গ্লাসগো রেঞ্জার্সকে শিরোপা জিতিয়ে ইংলিশ ক্লাব এস্টন ভিলার দায়িত্ব পান জেরার্ড। প্রিমিয়ার লিগের এবারের আসরে মাত্র ৯ পয়েন্টস নিয়ে তালিকার ১৭ নম্বরে অবস্থান করছে এস্টন ভিলা। চলতি মৌসুমের হতশ্রী পারফরম্যান্সেই বিদায় ঘণ্টা বাজে জেরার্ডের।

২০২১ সালের নভেম্বরে দায়িত্ব নেয়ার পর ১১ মাসের মাথায় বরখাস্ত করা হয়েছে সাবেক এই তারকাকে। আড়াই বছরের জন্য চুক্তিবদ্ধ হলেও মেয়াদ পূর্তির আগেই এই ইংলিশ কোচের সাথে সম্পর্ক ছিন্ন করছে এস্টন ভিলা।

ইউএইচ/

Exit mobile version