Site icon Jamuna Television

যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশ, সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ২ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ

সাতাক্ষীরা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তারেক হাসান ভুইয়া ও স্টেশন কর্মকর্তা অর্ঘ্য দেবনাথ।

সাতক্ষীরা প্রতিনিধি:

যমুনা টেলিভিশনে সংবাদ প্রকাশের পর সাতক্ষীরা ফায়ার সার্ভিসের দুই কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ দিয়েছে কর্তৃপক্ষ। স্টেশন কর্মকর্তাকে মারপিট ও অনিয়ম-দুর্নীতির সংবাদ প্রচারের পর উপ-সহকারী পরিচালক তারেক হাসান ভুইয়া ও স্টেশন কর্মকর্তা অর্ঘ্য দেবনাথকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুটি পৃথক আদেশে তাদের বদলি করেন সংশ্লিষ্ট অধিদফতর। এতে উপ-পরিচালক তারেক হাসান ভুইয়াকে সুনামগঞ্জ এবং স্টেশন কর্মকর্তা অর্ঘ্য দেবনাথকে পাবনা জেলায় বদলির আদেশ দেয়া হয়।

এর আগে গত ১৭ অক্টোবর নিজ অফিসে স্টাফদের হাতে মারধরের শিকার হন সাতক্ষীরা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অর্ঘ্য দেবনাথ। তাতে আহত হয়ে তিনি এখন সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার নেপথ্যে অনিয়ম-দুর্নীতির সংশ্লিষ্টতা খুঁজে বের করে প্রচার করে যমুনা টেলিভিশন।

এএআর/ইউএইচ/

Exit mobile version