Site icon Jamuna Television

কিং ঝড়ে আয়ারল্যান্ডকে ১৪৭ রানে লক্ষ্য দিলো উইন্ডিজ

ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে উঠতে আয়ারল্যান্ডকে ১৪৭ রানের টার্গেট দিলো উইন্ডিজ। স্পিনারদের বিপক্ষে রান করতে ঘাম ছোটা উইন্ডিজ ব্র্যান্ডন কিংয়ের হাফ সেঞ্চুরিতে ৫ উইকেট হারিয়ে পুঁজি পায় ১৪৬ রানের।

শুরুতেই সিমি সিংয়ের হাত ফসকে পাওয়া জীবন ভালোভাবে কাজে লাগিয়েছেন ব্র্যান্ডন কিং। ৩৯ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি হাঁকান তিনি। ৪৮ বল খেলে অপরাজিত ছিলেন ৬২ রানে। ২৭ রানে ২ উইকেট হারানোর পর ব্রান্ডন কিং ও এভিন লুইস দলকে টেনে তোলেন। তৃতীয় উইকেটে এই জুটি যোগ করে ৪৪ রান। শেষে ওডিন স্মিথের ১২ বলে ১৯ রানের একটা ক্যামিওতে ১৪৬ রানের পুঁজি পায় উইন্ডিজ।

টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি উইন্ডিজের। দলীয় ১০ রানে সাজঘরে ফেরেন কাইল মায়ার্স। ২৪ রান করে ফেরেন আরেক ওপেনার জনসন চার্লস। মাত্র ১৩ রান করে ডেলানির বলে কাটা পড়েন এভিন লুইস। ব্যাট হাতে এবারও ব্যর্থ অধিনায়ক নিকোলাস পুরান। ১৩ রান করে ডেলানির দ্বিতীয় শিকারে পরিণত হোন তিনি।

৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন গ্যারেথ ডেলানি। এই ম্যাচে আইরিশদের বিপক্ষে জয় পেলে মূল পর্বে পা রাখবে নিকোলাস পুরানের দল। একই সমীকরণ আয়ারল্যান্ডের জন্য। চূড়ান্ত পর্বে যেতে হলে জিততে হবে উইন্ডিজদের বিপক্ষে।

ইউএইচ/

Exit mobile version