Site icon Jamuna Television

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

নিহত মোটরসাইকেল আরোহী।

যাত্রাবাড়ীর দনিয়ায় সড়ক দুর্ঘটনায় সিরাজুল ইসলাম মুক্তি নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বাইকে রাইড শেয়ারিং করতেন তিনি। তাকে ধাক্কা দেয়া লাল সবুজ কোম্পানির বাসটি ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিলো। ঘাতক বাসটিকে জব্দ করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। নিহত সিরাজুল ইসলাম মুক্তি রাজধানীর পল্লবীর বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার (২০ অক্টোবর) যাত্রাবাড়ীর দনিয়া কলেজ এলাকায় মুক্তির রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে দু’জন পথচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে মারা যান তিনি। নিহতের পরিবার জানায়, দুই ছেলে-মেয়ে নিয়ে অভাবে দিন কাটছিল তাদের। তাই মোটরসাইকেলে রাইড শেয়ারিংয়ের কাজে নেমেছিলেন ওই ব্যক্তি।

এ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্প ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, নিহতের আত্মীয়-স্বজন এরই মধ্যে হাসপাতালে এসে মরদেহ শনাক্ত করেছে। লাশ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। মামলা প্রক্রিয়াধীন আছে।

এসজেড/

Exit mobile version