Site icon Jamuna Television

রাজধানীতে ক্রমেই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, চাপ সামলাতে হিমশিম অবস্থা হাসপাতালগুলোর

রাজধানীতে বেড়েই চলেছে ডেঙ্গু রোগীর সংখ্যা। অধিকাংশ সরকারি হাসপাতালগুলো এখন রোগী সামলাতে হিমশিম খাচ্ছে। রোগীর চাপে বঙ্গবন্ধু শেখ মুজিব হাসপাতালের জরুরি বিভাগ এখন ডেঙ্গু ওয়ার্ডে রূপান্তর করা হয়েছে। চিকিৎসকরা বলছেন, প্রতিদিন রোগীর সংখ্যা বেড়েই চলছে। অবস্থা এমন যে রোগীর অবস্থা কিছুট উন্নতি হলে রিলিজ দিয়ে দেয়া হচ্ছে।

হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরা জানালেন, ডেঙ্গুর প্রকোপ ভয়াবহভাবে বেড়ে গেছে। হাসপাতালগুলোতেও রোগীর চাপ। এ পরিস্থিতিতে সচেতনার বিকল্প নেই বলেও জানান তারা।

এদিকে, রাজধানীর পাশাপাশি সারাদেশে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাচ্ছে। সর্বশেষ বৃহস্পতিবার (২০ অক্টোবর) ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৮৯৬ জন রোগী। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪ জনের। এর মাধ্যমে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১১০ জনে।

বৃহস্পতিবার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হওয়াদের মধ্যে ৫৩৭ জন ঢাকা এবং ঢাকার বাইরে ৩৬৯ জন হাসপাতালে ভর্তি হন। সবমিলিয়ে বর্তমানে সারাদেশে ৩ হাজার ১৭৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

এসজেড/

Exit mobile version