Site icon Jamuna Television

নির্বাচন ব্যতীত অন্য কোনো উপায়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

নির্বাচন ব্যতীত অন্য কোনো চোরাগলিতে সরকারকে উৎখাতের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

শুক্রবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেদের ব্যর্থতা ও রাজনৈতিক দেউলিয়াত্ব ঢাকতে নানান কথা বলছে। এসব কথায় জনগণ কান দেয় না বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। বিবৃতিতে তিনি বলেন, বিএনপিই দেশের অস্তিত্ব, অগ্রগতি ও সমৃদ্ধির প্রধান অন্তরায়।

তিনি আরও বলেন, ‘টেক ব্যাক বাংলাদেশ’ আন্দোলনের নামে জঙ্গি ও সন্ত্রসাবাদের প্রত্যাবর্তন করতে মরিয়া হয়ে উঠেছে বিএনপি। এ সময় ক্ষমতা দখলের ষড়যন্ত্র ও চক্রান্তমুখী রাজনীতি ছাড়া বিরোধীদল হিসেবে বিএনপির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন ওবায়দুল কাদের।

এসজেড/

Exit mobile version