Site icon Jamuna Television

আদাবরে ছিনতাইয়ের শিকার দুই শিক্ষার্থী, গ্রেফতার ২

গ্রেফতারকৃত দুই অভিযুক্ত।

রাজধানীর আদাবরে কলেজ পড়ুয়া শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২১ অক্টোবর) সকালে ডিসি তেজগাঁওয়ের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর ঢাকা কলেজের শিক্ষার্থী স্বাধীন সরকার ও তার চাচাতো ভাই মোশারফ হোসেন রিকশাযোগে আদাবর যাচ্ছিলেন। পথিমধ্যে লালমাটিয়ায় মোটরসাইকেল নিয়ে দুই ব্যক্তি তাদের মারধোর করে। পরে আরও দুইজন তাদের সাথে যুক্ত হয়ে গুলি করার ভয় দেখিয়ে নগদ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে ভুক্তভোগী স্বাধীন সরকার মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন। দুই অভিযুক্তকে এরই মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

এসজেড/

Exit mobile version