Site icon Jamuna Television

নির্বাচনে অযোগ্য ঘোষিত হলেন ইমরান খান

ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচনে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে অযোগ্য ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন। খবর দ্য ডনের।

শুক্রবার (২১ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে দ্য ডন জানিয়েছে, আলোচিত তোশাখানা মামলায় পিটিআই চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে এ সিদ্ধান্ত জানিয়েছে নির্বাচন কমিশন।  

ওই প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের সংবিধানের আর্টিকেল ৬৩ (১) ধারায় ৫ বছরের জন্য ইমরানকে এ নিষেধাজ্ঞা দেয়া হয়। পাকিস্তানের প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজার নেতৃত্বাধীন ৪ সদস্যের বেঞ্চ এ ঘোষণা দেয়। 

এদিকে, তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় এ আদেশ প্রত্যাখ্যান করে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) জানিয়েছে, এ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে আপিল করবে তারা। হাইকোর্টের এ সিদ্ধান্তের প্রতিবাদে সমর্থকদের রাস্তায় নামার আহ্বানও জানিয়েছে দলটি।

প্রসঙ্গত, গত আগস্ট মাসে পাকিস্তান মুসলিম নওয়াজ দলের এক সদস্য ইমরান খানের বিরুদ্ধে তোষাখানা ইস্যুতে মামলা দায়ের করেছিলেন। মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, রাষ্ট্রীয় তোশাখানা থেকে বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের দেয়া বিভিন্ন উপহার সামগ্রী কিনেছিলেন ইমরান। কিন্তু নির্বাচন কমিশনে জমা দেয়া ঘোষণাপত্রে সেসব উপহার সামগ্রীর কোনো তথ্য তিনি প্রকাশ করেননি।

/এসএইচ

Exit mobile version