কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্ক ফিল্ড। সকাল ১১ টায় বিমানযোগে কক্সবাজার পৌঁছান তিনি। এরপর রওনা দেন কুতুংপালের উদ্দেশে। পৌঁছান বেলা সাড়ে বারটার দিকে।
সেখানে বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন মার্ক ফিল্ড। কথা বলেন নির্যাতনের মুখে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের সাথে। পরে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন সংস্থার কার্যক্রম পরিদর্শন করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। এসময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণায়লয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

